
চট্টগ্রামের নিবেদিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে গতকাল ১৪ এপ্রিল বিকাল চারটায় নগরীর বহদ্দারহাটস্থ স্বাধীনতা কমপ্লেক্স প্রাঙ্গণে শিশু-কিশোর ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়। এ সময় সংক্ষিপ্ত উদ্বোধনী সভায় উপস্থিত থেকে পিঠা উৎসব, আলোচনা সভা, নৃত্য পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানা খাবার পরিবেশনায় উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন মধু। সংগঠনের উপদেষ্টা স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫, বি-৪ এর রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ জানে আলম। প্রধান বক্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্প নির্দেশক ছিলেন লায়ন মোহাম্মদ সেলিম সিকদার। বিশেষ অতিথি ছিলেন বি-প্লাস টিভির সম্পাদক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন হিমাদ্রি ধর পুনম, প্রাচী চৌধুরী, ইষ্পা পাল, জয়িতা কর, আদ্রিতা চৌধুরী রাইতা, অপর্ণা কর্মকার। আলোচনায় অংশগ্রহণ করেন টুম্পা দাশ, রিমা সেন, নয়ন পাল, শিলা বড়ুয়া, বন্যা কর্মকার, শ্রুতি কর্মকার, ত্রিপর্ণা কর্মকার।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত প্রাণের উৎসব। এ উৎসব বাঙালিকে মনে করিয়ে দেয় হাজার বছরের হারিয়ে যাওয়া প্রাণের সংস্কৃতিকে।