রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের পুরস্কার বিতরণী সম্পন্ন

 

নিজস্ব প্রতিনিধি:-

চট্টগ্রামের নিবেদিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সপন্ন হয়েছে।

গত ১৮ মার্চ বিকাল তিনটায় নগরীর আন্দরকিল্লাস্থ মুসলিম এডুকেশন সোসাইটি মিলনায়তনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সাবরিনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি লায়ন মো. জানে আলম সংগঠনের সহ-সাংস্কৃতিক সম্পাদক টুম্পা দাশ, যুগ্ম সাধারণ সম্পাদিকা কাকলী দাশ গুপ্তা, সাংস্কৃতিক সমন্বয় প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক নুরুল আব্বাস, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মো. আবুল হাসেম।
সংগঠনের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী মধু চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হানিফ চৌধুরী, সাথী কামাল, চম্পা দাশ, অপু ঘোষ, নিপা দেওয়ানজী, তুষ্টি ধর, লাকি রানী দাশ, দোলনা ঘোষ, তিনা পালিত। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

এসআই/জেবিএস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn