
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও এতিমদের খাবার বিতরণ
শোকের মাস আগস্ট উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহিদের মৃত্যুবার্ষিকীতে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের ব্যক্তিগত উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ২৯ আগস্ট দুপুরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া ও মিলাদ মাহফিল সীতাকুণ্ড পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ ইদিলপুর আলহাজ্ব আব্দুল বারী ইসলামি কমপ্লেক্স ও মাদরাসায় অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাসুদ বিল্লাহ।
এ সময় সীতাকুণ্ডের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের সাথে আরো উপস্থিত ছিলেন, মাদরাসার পরিচালক ও পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দীন ভূইয়া, হাফেজ মাওলানা ওসমান গণি, হাফেজ মাওলানা সালাউদ্দীন, সাবেক ছাত্রনেতা করিম সহ মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের ব্যক্তিগত উদ্যোগে আল্লাহর নামে বকরী জবেহ্ করে মাদরাসার ছাত্রদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যহ্নভোজে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান কোরআনের পাখিদের আদর-যত্ন করে খাবার তুলে দেন। কোরআনের পাখিদের আল্লাহর মেহমান বলে সম্বোধন করে তাদের পাতে ভাত তুলে দেন। তাদের তৃপ্তি যেন বঙ্গবন্ধু ও পরিবারসহ সকল শহিদের নাজাতের উসিলা হয় এই দোয়া কামনা করেন।