
গ্রীণভিউ আ/এ কল্যাণ সমিতিতে জাতীয় শোক দিবসের আলোচনায় মহিউদ্দিন বাচ্চু
বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীরা থেমে নেই
মুক্তিযুদ্ধের সকল শক্তিকে সজাগ থাকতে হবে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মহানায়ক। তিনি কালজয়ী মহাপুরুষ। বাঙালির চেতনার বাতিঘর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিব মহান স্বাধীনতার স্থপতি। স্বাধীনতার পরাজিত শত্রুরা ভেবেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতাকে নস্যাৎ করে স্বাধীন বাংলাদেশকে পূনরায় পাকিস্তান বানানো সম্ভব হবে। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। এরপরও বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীরা থেমে নেই তাই স্বাধীনতার সকল শক্তিকে সজাগ থাকতে হবে। চট্টগ্রামে গ্রীণভিউ আ/এ কল্যাণ সমিতিতে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো মহিউদ্দিন বাচ্চু উপরোক্ত মন্তব্য করেন।
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গ্রীণভিউ আ/এ কল্যাণ সমিতির আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা আজ ১৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৪ টায় সমিতির মাঠে সমিতির নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম – ১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম মহানগর যুব লীগের সাবেক সদস্য মো হেলাল উদ্দিন, মো সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি এম আর আজিম। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো মহিউদ্দিন বাচ্চু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে পূনরায় ক্ষমতায় আনতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন, গ্রীনভিউ আ/এ কল্যান সমিতির নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো: আরমান চৌধুরী, সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী ফারুক, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক দিপংকর বড়ুয়া শিমুল, যুগ্ন সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, মো: মাসুদ রানা, আশরাফুল আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম অনু, অর্থ সম্পাদক কাজী সফিউল আলম বাবু, দপ্তর সম্মাদক রেজাউল করিম, সমাজ কল্যান সম্পাদক মো:ইসমাইল খান,সহ অর্থ সম্পাদক মো: জিয়াউল হক সরকার, নির্বাহী সদস্য শাহেদ ইউসুফ মানিক, আলহাজ্ব জসিম উদ্দিন, শহিদুর রহমান অটল, সাইফুল ইসলাম, এডভোকেট জসিম উদ্দিন সরকার, হাজী মো: আবু তাহের, এ,বি,এম,ফজলে আমিন, মো: জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য স ম জিয়াউর রহমান, পাহাড়তলি থানা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো সেকান্দর, থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইউসুফ, ১১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মৌসুমি চৌধুরী, যুব লীগ নেতা মোহাম্মদ ইমরান প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।