
বগুড়া শেরপুরে দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে সর্বস্তরের সাধারণ নারী শিক্ষার্থী ।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছে নারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধকে আরও উৎসাহিত করছে। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হওয়ায় অপরাধীরা বারবার একই অপকর্ম করতে সাহস পাচ্ছে।
বক্তারা আরোও বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আর এ সুযোগ কাজে লাগিয়ে একটি কুচক্র মহল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে অপরাধীদের কঠোর হস্তে দমন করতে হবে এবং ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।