শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর গরু বিতরণ

বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর গরু বিতরণ

 

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শেরপুর বগুড়া’র আয়োজনে সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর গরু সহ ১০০ কেজি করে দানাদার বিতরণ করা হয়েছে।

(মঙ্গলবার) বেলা ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ মুক্তমঞ্চ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোছাঃ মোকরেমা আক্তার এর সঞ্চালনায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশিক খান।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী স্বপন সিং, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি বাসুদেব রায় বাগর্দী ও আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং প্রমুখ

উপজেলা প্রাণীসম্পদ অফিসার জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট ৯৬ টি পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর গরু বিতরণ করার কথা ছিল। যা আজ প্রথম ধাপে বকনা বাছুর ৪৬টি বিতরণ করা হয়। আর বাকী ৫০টি বাড়ন্ত ষাঁড় গরু দ্বিতীয় ধাপে বিতরণ করা হবে।

প্রধান অতিথি সুফল ভোগীদের বলেন সরকার যে মহৎ উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর দিচ্ছে আপনারা সঠিক ভাবে লালন পালন করলে যেমন এক দিকে আপনার পরিবার লাভবান হবেন অন্য দিকে দেশের ও আমিষের চাহিদা পূরণ ও হবে।

শেরপুর উপজেলায় বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর এর মোট সুফলভোগীর সংখ্যা ৯৬ জন। এ পর্যন্ত অনুদান বিতরণ করা হয়েছে ৪৬টি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn