
বগুড়া জেলা জাতীয় পার্টির ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর কমিটি ঘোষণার তথ্য জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এমপি মুজিবুল হক চুন্নু এ কমিটির অনুমোদন দিয়েছেন। নতুন কমিটিতে পুনরায় বীর মুক্তিযোদ্ধা এমপি শরিফুল ইসলাম জিন্নাহ সভাপতি ও সাবেক এমপি নুরুল ইসলাম ওমর সাধারণ সম্পাদক হয়েছেন।
কমিটির অন্য নেতারা হলেন- সহসভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি, সামছুল আলম তালুকদার, ফজলে রহিম মঞ্জু, এরফান আলী, আবদুল গণি, শহিদুর রহমান পশারী মন্টু ও অধ্যাপক মোখলেছুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন, আবদুল মোত্তালিব, এইচএম ইকবাল ও আবু তাহের আকন্দ, সহসাধারণ সম্পাদক সানাউল্লাহ ছানা, লিয়াকত হোসেন ও আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আজিজ আহম্মেদ রুবেল, ক্যাপ্টেন মো. জাকারিয়া, এসএম শহীদ, আবদুল হান্নান ও শফিকুল ইসলাম সুইট, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, আবদুল মজিদ, ওমর ফারুক, শরিফুল ইসলাম বাবু, আবু সাঈদ ও হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক শ্যামল কুমার, যুগ্ম অর্থ সম্পাদক সুলতান মাহমুদ কনক এবং প্রচার সম্পাদক আলমগীর হোসেন।
এদিকে সম্মেলনের ৩৯ দিনের মাথায় কমিটি অনুমোদন দেওয়ায় নবনির্বাচিত কমিটির নেতারা জিএম কাদের ও চুন্নুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে তারা হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
গত ৩০ জুলাই বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন জিএম কাদের এবং প্রধান বক্তা ছিলেন চুন্নু।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি হিসেবে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম জিন্নাহ এমপি ও সাধারণ সম্পাদক হিসেবে সাবেক এমপি ও বিরোধী দলীয় সাবেক চিপ হুইপ নুরুল ইসলাম ওমরের নাম আসে। কিন্তু দুই নেতার মধ্যে মতবিরোধ থাকায় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি কমিটি ঘোষণা দেননি। তিনি এ জন্য ১৫ দিনের সময় নেন। এ সময়ের মধ্যে ওই দুই নেতাকে অন্য যোগ্য প্রার্থীদের নামসহ কেন্দ্রে যোগাযোগ করতে বলেন।