বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

ফ্রিল্যান্সিং বিষয়ে দীর্ঘ ৬ মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ

ফ্রিল্যান্সিং বিষয়ে দীর্ঘ ৬ মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম বিভাগে সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিল্যান্সিং বিষয়ে দীর্ঘ ৬ মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠান আজ (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব ফরিদা খানমের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক।
সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সহকারী কমিশনারবৃন্দ, আইসিটি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণ গ্রহণকারী সফল শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় লজিক্যাল ট্রায়াঙ্গেল লিমিটেড এবং এনআরবি জবস লিমিটেড (জেভি) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ অন্যান্য আইটি সেবা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অনেক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ শুরু করে আয় করতে সক্ষম হয়েছে।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ৫০০ জন নতুন ফ্রিল্যান্সার তৈরি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn