
চট্টগ্রাম ফোম ব্যবসায়ী সমিতির মতবিনিময় ও আলোচনা সভা গত ১৭ জুলাই সন্ধ্যায় জুবলি রোডস্থ নগরির টাওয়া ইন হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ মিয়ার সভাপতিত্বে এবং নিবিড়ের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আহম্মদ বাবর, উপদেষ্টা মন্ডলীর সদস্য নসিম, ডিউক সহিদ, একরাম উদ্দিন, প্রদীপ দক্ত। এতে আরো বক্তব্য রাখের কার্যকারী সদস্য ইরফান আহম্মেদ, মো. শমসের, নেজাম, মিনহাজ, ফয়সল, হিরু, মুরাদ, রনি প্রমুখ।
Post Views: ৬২