
ফের সলমনকে প্রাণনাশের হুমকি
বলিউড অভিনেতা সলমন খানকে ফের প্রাণনাশের হুমকি। অভিযোগ, এবার বাড়িতে ঢুকে খুন এবং বোমায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুম্বইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজটি প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়। কে এই মেসেজটি করল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী দল। ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন সলমন খান। তাঁর সঙ্গে ছিলেন সোনালী বেন্ডে, সইফ আলি খান ও তাব্বু। সেই সময় বলিউডের ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। আর তারপর থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি।
Post Views: ৩১