শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর ! জঙ্গিরা বাড়িতে ঢুকে প্রাক্তন সেনাকর্মীকে হত‍্যা

ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর ! জঙ্গিরা বাড়িতে ঢুকে প্রাক্তন সেনাকর্মীকে হত‍্যা

 

ফের জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। কুলগামে এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে হামলা চালান জঙ্গিরা। ভয়াবহ এই হামলায় মৃত্যু হয়েছে মনজুর আহমেদ ওয়াগই নামে ওই সেনাকর্মীর। পাশাপাশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী ও কন‍্যা। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (৩ ফেব্রুয়ারি ) এই হামলা ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বেহিবাগ এলাকায়। প্রাক্তন সেনাকর্মী মনজুরের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন মনজুর। তাঁর তলপেটে গুলি লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিদের হাত থেকে রেহাই পাননি তাঁর পরিবারের সদস্যরা ও। মনজুরের স্ত্রী এবং কন‍্যা ও গুলিবিদ্ধ হন। তাঁদের পায়ে গুলি লেগেছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এই হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় উপস্থিত হন স্থানীয় পুলিশ। পাশাপাশি গোটা এলাকা ঘিরে ফেলে আধা সামরিক বাহিনী ও সেনা জওয়ানরা। জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn