বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফের বেপরোয়া গতির বলি, মা উড়ালপুল থেকে নিচে পড়ল বাইক ২ জন নিহত 

ফের বেপরোয়া গতির বলি, মা উড়ালপুল থেকে নিচে পড়ল বাইক ২ জন নিহত

 

 

সাতসকালে গতির বলি কলকাতার শহরে। রবিবার (২২ ডিসেম্বর ) সকালে ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। ফ্লাইওভার থেকে নিচে পড়ে ২ বাইক আরোহীর মৃত্যু। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে বাইকটি। মৃত ২ যুবকের নাম দানিস আলম (১৮) এবং অনিশ রানা (১৯)। ২ জনেই বউবাজার এলাকার বাসিন্দা। এদিন সকালে দাদার বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন দানিস। সঙ্গে ছিলেন অনিশ। ২ জনেরই আর বাড়ি ফেরা হল না। জানা গেছে, বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথা ফাঁকাই ছিল। ফলে উঁচু থেকে পড়া মাত্রই মৃত্যু হয় ২ জনের। বাইকটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে কর্তব্যরত তিলজলা ও প্রগতি ময়দান থানার পুলিশকর্মীরা ছুটে আসেন। দুর্ঘটনাগ্রস্ত ২জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে প্রকাশ, চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসছিল বাইকটি। পরমা আইল‍্যান্ডের কাছে মা উড়ালপুলে একটি বাঁক বা কার্ভ রয়েছে। সেখানেই গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। সঙ্গে সঙ্গে বাইক সমেত ২ জনেই নিচে পড়ে যান। পুলিশের প্রাথমিক ধারনা, বেপরোয়া গতিতে চলাছিল বাইকটি। বাঁকে নিয়ন্ত্রণ সামলাতে না পেরেই গার্ডওয়ালে ধাক্কা মারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn