
ফের জঙ্গি হামলা জম্মুর কাঠুযায়, আহত ২ পুলিশ কর্মী
আবার ও গুলির লড়াই শুরু হল জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাক সীমান্ত লাগোয়া রাজবাগে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন জঙ্গিরা। শুরু হয় ২ পক্ষের গুলির লড়াই। এখন ও পর্যন্ত জঙ্গিদের গুলিতে ২ পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে কাঠুয়া জেলার রাজবাগ এলাকার সানিয়াল জাঠানায় ঘটনাটি ঘটেছে। রাজবাগের ওই গ্রামটি পাক সীমান্তের কাছে অবস্থিত। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জঙ্গিরা সীমান্তের ওপার থেকে আসা একটি নতুন দল।
Post Views: ৪৩