
ফের উত্তপ্ত জম্মু- কাশ্মীর, সেনার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ জঙ্গিদের
ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ জঙ্গিদের। বুধবার (২৬ ফেব্রুয়ারি ) দুপুরে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায়। হামলার জবাব দিতে পাল্টা গুলি চালিয়েছে সেনারাও। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও। সেনাবাহিনী সূত্রে প্রকাশ, এদিন দুপুরে নিয়ন্ত্রণ রেখার কাছেই সুন্দরবানি- মাল্লা সড়কে টহল দিচ্ছিল সেনার গাড়ি। সেই সময় ফাল গ্রামের একটি জলের ট্যাংকের কাছে পৌঁছতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। পাল্টা গুলি চালিয়েছে সেনা ও। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই ঘটনার পর রাজৌরিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Post Views: ৩৯