বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনী সদরের সহকারী কমিশনার ভুমির অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ২ জনকে ২ লক্ষ টাকা জরিমানা

ফেনী সদরের সহকারী কমিশনার ভুমির অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ২ জনকে ২ লক্ষ টাকা জরিমানা

ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদারের অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ২ জনকে ২ লক্ষ টাকা জরিমানা করেন।ফেনী সদর উপজেলার কাজীরবাগের গিল্লাবাড়িয়া এলাকায় অনুমতি ব্যতীত মাটি কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় মো.মশিউর রহমান চৌধুরী (৪০),পিতা-মৃত শরীয়ত উল্লাহ চৌধুরী,উত্তর বিরিঞ্চি,ফেনী সদর,ফেনী ও মো. রফিকুল ইসলাম (৩৮),পিতা-মৃত আব্দুল করিম,৯নং ওয়ার্ড,ধর্মপুর,ফেনী সদর, ফেনী কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী উভয়কে ১,০০,০০০/- টাকা করে মোট ২,০০,০০০/- জরিমানা করা হয়।দেশের মাটি ধ্বংসকারী এসব গণশত্রুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।অভিযান পরিচালনায় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn