শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট পুকুরে গোসল করতে নেমে রাজু নামে শিক্ষার্থীর মৃত্যু

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট পুকুরে গোসল করতে নেমে রাজু নামে শিক্ষার্থীর মৃত্যু

 

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট পুকুরে গোসল করতে নেমে রাজু আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্য হয়েছে।ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনো লজির প্রথম পর্বের শিক্ষার্থী রাজু আহম্মেদ ফুটবল খেলার পর ক্যাম্পাসের পুকুরে গোসলে নেমে মৃত্যুবরণ করেছেন।বৃহস্পতিবার(২২ মে) দুপুরে ডলফিন মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে রাজু পুকুরে গোসলে নামেন।সেখানেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রাজু চাঁদপুর জেলার বাসিন্দা।তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনো লজির ১ম পর্ব,১ম শিফটের ছাত্র ছিলেন।ঘটনার পর ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।সহপাঠীরা জানান,রাজু খুবই প্রাণবন্ত ও বন্ধুবৎসল ছিল।তার অকাল মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত।প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn