সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ফেনীর সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন’র জ্যেষ্ঠ পুত্র শোয়েব আহমেদ সামী ৮৫তম বিএমএ দীর্ঘমেয়াদি অফিসারকোর্স কমিশনপ্রাপ্তি লেফটেন্যান্ট পদ অর্জন

ফেনীর সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন’র জ্যেষ্ঠ পুত্র শোয়েব আহমেদ সামী ৮৫তম বিএমএ দীর্ঘমেয়াদি অফিসারকোর্স কমিশনপ্রাপ্তি লেফটেন্যান্ট পদ অর্জন

 

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ফেনীর সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন’র জ্যেষ্ঠ পুত্র শোয়েব আহমেদ সামী ৮৫তম বিএমএ দীর্ঘমেয়াদি অফিসারকোর্স কমিশনপ্রাপ্তি পদ অর্জন করে ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট পদে পদায়িত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। পরে তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ২২৮ জন পুরুষ ও ৩১ জন নারী অফিসার রয়েছেন। এছাড়া কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে একজন শ্রীলংকান অফিসার রয়েছেন যিনি নিজ সেনাবাহিনীতে যোগদান করবেন। সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার এ এম সানজিদ ৮৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং অসামান্য গৌরবমন্ডিত ‘সোর্ড অব অনার’ অর্জন করেন।

 

এছাড়া কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার রিয়াদ হোসেন সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন এবং অফিসার ক্যাডেট হারসা নিমেসা তিলান্হা হিথারচ্ছি বেস্ট ওভারসিজ ক্যাডেট অ্যাওয়ার্ড অর্জন করেন। পরে ক্যাডেটগণ আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন এবং বাবা মা ও অভিভাবকরা নবীন অফিসারদের র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেন। জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পরিবারের পক্ষে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা.মাহতাব হোসাইন মাজেদ’র পক্ষ শোয়েব আহমেদ সামীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য দোয়া কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn