শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনীর দুই উপজেলা সীমান্তে ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ

ফেনীর দুই উপজেলা সীমান্তে ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ

ফেনীর ছাগলনাইয়া ও ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের বাংলাদেশি ২৪ জন নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ৪ টার মধ্যে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে ১২ জন, খেজুরিয়া সীমান্ত দিয়ে ১২ জন ও কুমিল্লা ফুলগাজী সীমান্তে ১৫ জনসহ মোট ৩৯ জনকে পুশইন করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী বিজিবি ৪ ব্যাটালিয়ন তাদের আটক করে ছাগলনাইয়া ও ফুলগাজী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকৃতদের মধ্যে ছয়জন পুরুষ,পাঁচজন নারী ও তেরজন শিশু রয়েছে।ছয়টি পরিবারের মধ্যে পাঁচটি মুসলিম ও একটি হিন্দু পরিবার।বিজিবি জানায়,আটককৃতরা বাংলাদেশি নাগরিক।তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন।আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী বিজিবি ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মোশাররফ হোসেন জানান, ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪ বিজিবি আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে।পরে বুধবার সকালে ফেনীর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ২৪ জনকে আটক করা হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn