
ফেনীর দুই উপজেলা সীমান্তে ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ
ফেনীর ছাগলনাইয়া ও ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের বাংলাদেশি ২৪ জন নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ৪ টার মধ্যে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে ১২ জন, খেজুরিয়া সীমান্ত দিয়ে ১২ জন ও কুমিল্লা ফুলগাজী সীমান্তে ১৫ জনসহ মোট ৩৯ জনকে পুশইন করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী বিজিবি ৪ ব্যাটালিয়ন তাদের আটক করে ছাগলনাইয়া ও ফুলগাজী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকৃতদের মধ্যে ছয়জন পুরুষ,পাঁচজন নারী ও তেরজন শিশু রয়েছে।ছয়টি পরিবারের মধ্যে পাঁচটি মুসলিম ও একটি হিন্দু পরিবার।বিজিবি জানায়,আটককৃতরা বাংলাদেশি নাগরিক।তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন।আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী বিজিবি ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মোশাররফ হোসেন জানান, ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪ বিজিবি আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে।পরে বুধবার সকালে ফেনীর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ২৪ জনকে আটক করা হয়েছে