
ফেনীর ছাগলনাইয়া ভুমি মেলায় সমাপনী দিনে ভুমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফেনীর ছাগলনাইয়ায় তিনদিন ব্যাপী ভূমি মেলার সমাপনী দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি শিবু দাস।পরবর্তীতে কুইজে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।এছাড়া ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন অনলাইন সেবার কনটেন্ট ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়।ভূমি মেলায় গণশুনানি,ভূমি আড্ডা,নামজারি খতিয়ান প্রদান,ভুমি সেবার লিফলেট বিতরণ,ভূমি উন্নয়ন কর আদায়ের দাখিলা প্রদান এবং লিজ নবায়ন ফি আদায়সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়।মেলায় অংশগ্রহণের মাধ্যমে মেলাকে সুন্দর ও অর্থবহ করার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি শিবু দাস।
Post Views: ৫৫