
ফেনীর ছাগলনাইয়া বিজ্ঞাপন প্রদর্শন করে সিগারেট বিক্রয় করায় জরিমানা
ফেনীর ছাগলনাইয়া উপজেলার দারোগার হাট রাস্তার মাথায় বিজ্ঞাপন প্রদর্শন করে সিগারেট বিক্রয় করার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।দারোগার হাট রাস্তার মাথায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।এই সময় বিজ্ঞাপন প্রদর্শন করে সিগারেট বিক্রয় করার অপরাধে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।পরবর্তীতে বিজ্ঞাপন প্রদর্শন করা দোকানগুলো থেকে উন্মুক্ত বিজ্ঞাপন সরিয়ে নেয়া হয় এবং অপ্রাপ্ত বয়স্কদের নিকট সিগারেট বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া পণ্যের মূল্য তালিকা না থাকায় ২ টি দোকানে জরিমানা করা হয়।মোট জরিমানা ৭,০০০ টাকা পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ও প্রকাশ্যে সিগারেট বিক্রয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।