বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনীর ছাগলনাইয়ার শুভপুরের চম্পকনগরে অগ্নিকাণ্ডে ঘরসহ সমস্ত সহায়-সম্বল পুড়ে ছাই

ফেনীর ছাগলনাইয়ার শুভপুরের চম্পকনগরে অগ্নিকাণ্ডে ঘরসহ সমস্ত সহায়-সম্বল পুড়ে ছাই

 

ফেনীর ছাগলনাইয়ার উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরসহ সমস্ত সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে।আজ সকাল ১১টার দিকে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চম্পক নগর গ্রামের ইঞ্জিনিয়ার এর পুরাতন বাড়িতে দিদার হোসেন এবং ইমাম টেইলার এর ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই ঘটনায় সম্পূর্ণ ঘর দুটি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ কাগজপত্র,স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো পরিবার।স্থানীয়রা জানান,অগ্নিকাণ্ডের পরপরই তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন,তবে ততক্ষণে সবকিছু পুড়ে যায়।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ক্ষতির পরিমাণ ব্যাপক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn