বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনীর ছাগলনাইয়ায় মাদকের টাকার জন্য,ছেলের দার কোপে গুরুতর আহত মা : ছেলে গ্রেফতার

ফেনীর ছাগলনাইয়ায় মাদকের টাকার জন্য,ছেলের দার কোপে গুরুতর আহত মা : ছেলে গ্রেফতার

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর গ্রামে মাদকের টাকার জন্য মাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার(১৩ মে) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,রুটি বানানোর কথা বলে মা লায়লা বেগমকে (৪৫) ঘরে ডেকে নিয়ে যান ছেলে মামুন(৩০)।পরে ঘরের দরজা বন্ধ করে মায়ের কাছে মাদকের জন্য টাকা চান তিনি।টাকা না পেয়ে উত্তেজিত হয়ে ঘরের ভেতরে থাকা ধারালো দা দিয়ে মায়ের মাথায় একের পর এক সাতটি কোপ দেন মামুন।লায়লা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।পরে তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী মামুনকে আটক করে গণপিটুনি দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযুক্তকে থানায় আনা হয়েছে।তার মা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn