
ফেনীর ছাগলনাইয়ায় ফুটপাত দখলমুক্ত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের অভিযান
ফেনীর ছাগলনাইয়া উপজেলার হাসপাতাল মোড় থেকে শহীদ মিনার চত্বর পর্যন্ত রাস্তার ফুটপাত দখলমুক্ত করতে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এর অভিযান।
ফেনীর ছাগলনাইয়ার হাসপাতাল মোড়ের পাশে ফুটপাত দখল করে গড়ে উঠা বিভিন্ন সমিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
এই সময় অবৈধভাবে গাছ রেখে ফুটপাত দখল করায় এস্কেভেটর দিয়ে তা সরিয়ে দেয়া হয় এবং অর্থদণ্ড প্রদান করা হয়।সমিল মালিকরা নিজ উদ্যোগে ফুটপাতের জায়গা ছেড়ে দেবেন বলেছেন।অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।আজকে অবৈধভাবে ফুটপাত দখল করায় বিভিন্ন সমিলে ৪ টা মামলা দায়ের করা হয় এছাড়াও ১৯ হাজার টাকা জরিমানা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।