বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনীর ছাগলনাইয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সভা অনুষ্ঠিত

ফেনীর ছাগলনাইয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সভা অনুষ্ঠিত

সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর (MIPS) প্রকল্পের আওতায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের(ওয়াইপিএজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।এই উপলক্ষে বুধবার(১৪মে) বিকালে স্হানীয় ফুড জোন রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সুজন সুশাসনের জন্য নাগরিক ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক,পিএফজির সদস্য সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক কামরুল হাসান লিটন,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম,ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের যুগ্ম সমন্বয়ক তানজিলুল হক মিয়াজি,সাবেক ছাত্র শিবির নেতা আনোয়ার হোসেন ফাহাদ,ইসলামী ছাত্র আন্দোলন ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি আফরাতুল কায়সার প্রমূখ।সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল,ছাত্র শিবির,ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উপস্থিত সকলেই তাদের এলাকায় ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি ও সহিংসতা প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন।আগামীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn