সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফেনীতে রমজানে নিখোঁজ ৩১ কিশোর-কিশোরী উদ্ধার ২৪ জন

ফেনীতে রমজানে নিখোঁজ ৩১ কিশোর-কিশোরী উদ্ধার ২৪ জন

ফেনীতে গত এক মাসে ৩১ কিশোর-কিশোরী ঘর ছেড়ে নিখোঁজ হয়েছে।তাদের মধ্যে ১৭ জন কিশোরী ও ৭ জন কিশোরকে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।ফেনী মডেল থানা সূত্রে জানা যায়,রমজান মাসে (মার্চ) থানায় ২৪ জন কিশোরী ও ৭ জন কিশোরের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছিল।তার মধ্যে ১৭ জন কিশোরী ও ৭ জন কিশোরকে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।উদ্ধার কিশোরীদের মধ্যে বেশিরভাগেরই নিখোঁজে প্রেমঘটিত কারণ ছিল।তবে উদ্ধারকৃত কিশোর কিশোরীরা অধিকাংশ নিজেদের ইচ্ছায় বাড়ি থেকে চলে যায়।আমাদের অভিভাবকদের উচিত তাদের ছেলে মেয়েদের প্রতি আরও যত্নবান হওয়া এবং খোঁজ খবর রাখা।তারা কোথায় যায় কি করে কার সাথে মিশে এসবের প্রতি অভিবাবকরা আরও তৎপর হতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn