
ফেনীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা ৩ জনের কারাদন্ড
ফেনীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফেনী জেলা প্রশাসন এর সমন্বয়ে রেইডিং টীম এই সময় মাদকদ্রব্য সহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে মোবাইল কোর্ট এর সমন্বয়ে গঠিত রেইডিং টীম।ফেনীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (১১ জুন) ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামের পেছনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী এর উপপরিদর্শক মোঃ আবু তাহেরের নেতৃত্বে রেইডিং টিম।এই সময় ৩ জন আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা সোনাগাজী মধ্যম চরচান্দিয়া গ্রামের ইসমাইল হোসেন (২৬) এবং একই এলাকার জাবেদ হোসেন শুভ (২৬) ও ফেনী সদর উপজেলার মোহাম্মদ পুরের মোঃ দেলোয়ার হোসেন (৩৮)কে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।