সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনীতে ব্যবসায়ীর পাওনা পরিশোধ না করে উল্টো দেনাদারের মামলা,প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেনীতে ব্যবসায়ীর পাওনা পরিশোধ না করে উল্টো দেনাদারের মামলা,প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেনীর ফুলগাজীর বাসিন্দা বিমল দত্ত ফেনীর এক ব্যবসায়ীর দেনা টাকা পরিশোধ না করে উল্টো পাওনাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।একই সাথে পাওনাদারকে ভারতীয় এম্বেসির মাধ্যমে শায়েস্তা করার হুমকি দিচ্ছে।এই চাঞ্চল্যকর ঘটনাটির নায়ক ফুলগাজীর বাসিন্দা লক্ষ্মীপুর কারাগারে কর্মরত সাসপেন্ড কারারক্ষী বিমল দত্ত।তার পিতা বিপ্লব কান্তি দত্ত।এই বিপ্লব কান্তি দত্ত ফুলগাজী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি।এই সাইনবোর্ড ব্যবহার করে হেন অপকর্ম নেই যা তারা করছে না।এই ব্যাপারে জেলা পূজা উদযাপন কমিটি ও জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায়,তাদের পিতা পুত্রের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকটি শালিশ তাঁরা করেছেন।ফেনীর দাউদপুর কাঁচাবাজার সংলগ্ন এমিটি এগ্রো নামিয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা তাদের গরুর ফার্মের জন্য গোখাদ্য ক্রয় করেন।একজন সৎ কারারক্ষী ও তদীয় পিতা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচয় দিয়ে লাখ লাখ টাকার মালামাল নিয়ে যান।ব্যবসায়ী তাজুল ইসলাম ও সরল বিশ্বাসে বাকীতে মাল বিক্রি করেন।প্রায় ৭ লাখ টাকা জমিয়ে তার টাকা পরিশোধ বন্ধ করে দেন।এরপর দিব দিচ্ছি করে মাসের পর মাস পার করে দেন।এক পর্যায়ে তারা টাকা দিবে না বলে হুমকি ধমকি দিতে থাকেন।তিনি বলেন,তিনি একজন কারারক্ষী,সবাইকে জেলে ভরে দেবেন।আরও বলেন,তার পিতা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি।তাদের সাথে নাকি ভারতীয় এম্বেসির যোগাযোগ আছে।বেশি টাকা টাকা করলে এম্বিসির মাধ্যমে প্রশাসনকে ব্যবহার করে সব কটাকে জেলের ভাত খাওয়াই ছাড়বে।এছাড়া বিএনপি জামাতের নেতারা নাকি তাদের হাতে আছে।তাদেরকে দিয়ে ব্যবসায়ীকে জানে মেরে ফেলবে বলেও আস্ফালন করছে।এত কিছুর পরও পাওনাদারেরা বাধ্য হয়ে টাকা চাইলে এই বিমল দত্ত দেনা টাকা আত্মসাতের অভিপ্রায়ে পাওনাদারের নামে উল্টো টাকা পাওয়ার অভিযোগে মামলা করে।ঘটনাটি ফেনী ও ফুলগাজীতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।এদিকে শনিবার (৩১ মে) সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী তাজুল ইসলাম।সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার বন্ধু মোহাম্মদ তারেক তানভিরুল ইসলাম আবদুল্লাহ আল বায়েজিদ।এই সময় সাংবাদিকদের মাধ্যমে এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn