
ফেনীতে আপাতত বড় বন্যার শঙ্কা নেই আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র
ফেনীতে আপাতত বড় বন্যার শঙ্কা নেই বলে জানান আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র তবে সকল নাগরিকদের সর্তক থাকতে বলা হয়েছে।আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র,সর্তক থেকে থেকে দূর্যোগ মোকাবিলা করতে হবে।ফেনী জেলায় আসন্ন বর্ষা মৌসুমে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র।সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস এবং নদী পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী,ফেনীর প্রধান নদীগুলোতে পানি বৃদ্ধির সম্ভাবনা থাকলেও তা বড় বন্যা পরিস্থিতি তৈরি করবে না।বিশেষজ্ঞরা জানিয়েছেন,যদিও বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত হবে এবং এর ফলে নদীর পানি কিছুটা বাড়তে পারে,তবে তা বিপদসীমা অতিক্রম করার মতো পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা কম।জেলা প্রশাসনও এই বিষয়ে সতর্ক রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।একই সাথে,যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।ফেনীর স্থানীয় বাসিন্দাদের আপাতত বন্যার বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।তবে,নিচু এলাকার লোকজনকে সতর্ক থাকতে এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের প্রতি খেয়াল রাখতে বলা হয়েছে।