
চট্টগ্রামের প্রবর্তক মোড়স্থ বাংলাদেশ আই হসপিটালে মানব কল্যানমুলক সংগঠন “ফেইথ”র ব্যবস্থাপনায় শহর কুতুব শাহসুফি হযরত আমানত খাঁন (রহ,)’র বার্ষিক উরস শরীফ উপলক্ষে বিনামুল্যে অসহায় দরিদ্রদেরকে চোখের ছানি অপারেশন ২৪ জুন ২০২৩ শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন হযরত আমানত খাঁন (রহ.)’র আওলাদ শাহজাদা হাফেজ মোঃ মাহমুদ উল্যাহ খাঁন। উপস্থিত ছিলেন ফেইথ’র সভাপতি মোঃ সেলিম, ইউসুফ জাফর চৌধুরী (সাবেক চেয়ারম্যান), এস এম শাহাবুদ্দিন, ফজলুল হক ফজু, ডাঃ মো সামিয়ুল করিম চৌধুরী, মোঃ ওমর ফারুখ, ইউছুপ আলী, এস এম জাবেদ হোসেন, লতিপপুর শাখার সাঃ সম্পাদক মোঃ জনি, মোঃ আবছারসহ রোগীর আত্মীয় স্বজন। চোখের ছানি অপারেশন করেন ডাঃ আলতাফ উদ্দিন খাঁন, সার্জন মং।
Post Views: ১৫৫