সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক যুবকের দুই মাসের সাজা

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক যুবকের দুই মাসের সাজা

দিনাজপুরের ফুলবাড়ীতে হাসান আলী (৪২) নামে এক মাদক কারবারির দুই মাসের সাজাসহ পাঁচশ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজাসহ জরিমনা আদায় করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল।
অভিযান পরিচালনা কালে উপস্তিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধ ও থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হাসান আলী দক্ষিণ বাসুদেবপুর গ্রামের হানিফ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল জনান, অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা হাসান আলীর কাছে তিন পুরিয়া হিরোয়িন পাওয়া যায়। দোষ শিকারের প্রেক্ষিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn