মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় হামিন রহমান( ৪০) নামে এক অটো চালক নিহত হয়েছে। শনিবার (১০জুন)সকাল ৮টায় ফুলবাড়ী -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার পুটকিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হামিন রহমান নাবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর গ্রামের বুদু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম। স্থানীয় সুত্রে জানাগেছে,শনিবার সকালে একটি (ব্যাটারি চালিত)অটো রিক্সা ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুটকিয়া নামক এলাকায় একই দিক থেকে আসা (ঢাকা মেট্রো- ট-১৩-৫৫৩৮) ছিনা-মুন্নি নামে একটি পাইপ বোঝাই ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় ওই অটোরিকশা কে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটো রিকশা চালক হামিন রহমান সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এদিকে ঘটনারপর ট্রাকটি রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম জানান,খবর পেয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।ট্রাক চালক ও সহোযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn