শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহী তানভির (১৭) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বেতদিঘি ইউনিয়নের ভাটপাইল তিলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম। মৃত শাহী তানভির উপজেলার বেতদিঘি ইউনিয়নের ভাটপাইল তিলবাড়ী গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে। সে ফুলবাড়ীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনল্যান্ড মডেল স্কুলের দশম শ্রেণীর আবাসিক শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে সে গ্রামের বাড়ীতে ছিল। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শাহী তানভির বুধবার বেলা ১১টায় বাড়ীর একটি গাছ থেকে আম পাড়তে গাছে উঠে। আম পাড়া শেষে গাছ থেকে নামতে গিয়ে অসাবধানতা বশত গাছের পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ সুরতহাল করেছে । ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিহতের পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর আবেদন করেছেন,অনুমতি পেলে মরদেহ হস্থান্তর করা হবে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যূ মামলা দায়রে করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn