সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফিল্ম ফেয়ার ওটিটি অ‍্যাওয়ার্ডস ২০২৪, সেরা অভিনেতা দিলজিৎ, সেরা অভিনেত্রী করিনা

ফিল্ম ফেয়ার ওটিটি অ‍্যাওয়ার্ডস ২০২৪, সেরা অভিনেতা দিলজিৎ, সেরা অভিনেত্রী করিনা

 

 

রবিবার (১ ডিসেম্বর ) সন্ধ্যায় বহু প্রতীক্ষিত ফিল্ম ফেয়ার ওটিটি অ‍্যাওয়ার্ডে পুরস্কৃত করিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, মনীষা কৈরালা, অনন‍্যা পান্ডে, সঞ্জয় লীলা বনশালি সহ আরও অনেকে। তিনটে ক‍্যাটাগরি অনুযায়ী পুরস্কার দেওয়া হল। ১৬টি পুরস্কার বাগিয়ে বাজিমাত হীরামন্ডির। ঠিক তাপরেই রয়েছে গানস অ‍্যান্ড গুলাবস। এই সিরিজের ঝুলিতে ১২টি পুরস্কার। ওটিটি অরিজিনালস। “জানে জান” এর জন‍্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন কারিনা কাপুর। অমর সিং চমকিলার জন‍্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্ঝ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn