বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

ফিরমিনো সৌদি ক্লাবে

লিভারপুর থেকে সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করার মাধ্যমে ফিরমিনোকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে আল আহলি।
৩১ বছর বয়সী এই তারকা ৩ বছরের জন্য সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দিয়েছেন। এই গ্রীষ্মে ফিরমিনো ছাড়াও চেলসির সেনেগালিজ গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিকে দলে ভিড়িয়েছে আল-আহলি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে ফিরমিনোকে দলে নেওয়ার খবর জানায় আল আহলি। সেই ভিডিওতে ৩১ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘সবসময় বড় দলেই খেলেছি আমি, এখন আমি আল আহলিতে।’
২০১৫ সালে হফেনহেইম থেকে লিভারপুলে যোগ দেন ফিরমিনো। অলরেডদের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন তিনি। মোহামেদ সালাহ ও সাদিও মানে এবং ফিরমিনোকে নিয়ে গঠিত এই ত্রয়ী ছিল আক্রমণের দিক থেকে ইউরোপের অন্যতম সেরা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ, ২০২০ প্রিমিয়ার লিগ এবং ২০২২ সালে এফএ কাপ ও লিগ কাপের শিরোপা ঘরে তুলেছিল লিভারপুল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn