সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

ফাদার্স এইড বাংলাদেশের উদ্যোগে  বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ফাদার্স এইড বাংলাদেশ এর উদ্যোগে স্কলারশীপ-২৩ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বৃত্তি প্রদান  শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফাদার্স এইড বাংলাদেশের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২৩ বৃত্তিপ্রাপ্তদের মাঝে এ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

উপজেলার ডমুরুয়া ফকিরহাট দারুল কুরআন মডেল মাদ্রাসার হল রুমে প্রভাষক মাওলানা আবু সাকেরের সভাপতিত্বে ও শিক্ষক আরিফ হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাদার্স এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক এ এইচ এম মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক এ বি সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আবু ইউসুফ চৌধুরী, ৩নং ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাকের আহমেদ, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক পরিষদ সেনবাগ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, এনায়েতপুর সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হানিফ, জামে আম্মার কমপ্লেক্স এর পরিচালক হাফেজ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই শিক্ষিত না হয়ে সুশিক্ষিত হন। যারা সমাজে ভালো কাজ করেন, মানবিক- কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে সম্মানিত করাই হচ্ছে ফাদার্স এইড বাংলাদেশের মূল উদ্দেশ্য।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন, মায়া হাসপাতালের পরিচালক ও সমাজ সেবক আলাউদ্দিন আলো, সেনবাগ বাজার ব্যবসায়ী ও সমাজসেবক সিদ্দিক মেম্বার, সমাজসেবক প্রবাসী মোহাম্মদ খোকন, ফকিরহাট দারুল কুরআন মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল, সেনবাগ পাঠাগারের সভাপতি সারওয়ার উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন মসজিদ-মাদরাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ১০ জন ছাত্র ছাত্রীর মাঝে পুরষ্কার ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

২০২৩ সালের ২২নভেম্বর ফাদার্স এইড স্কলারশিপ এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার ১১০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে বই উপহার দিয়ে সন্মানিত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn