রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

 

শনিবার ১৪ ডিসেম্বর ফরিদপুর স্টেডিয়ামের পাশে গণকবরে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা ও আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাসাস ফরিদপুর জেলা শাখার সভাপতি নাজমুল হুদা বাশারের নেতৃত্বে সংগঠনের সংবাদ কর্মীরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।আঞ্চলিক পাসপোর্ট অফিস, শিল্পকলা একাডেমী, সাহিত্য পরিষদ, সড়ক বিভাগ, জেলা শিক্ষা অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, রাজেন্দ্র কলেজসহ একাধিক সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সকাল ১০টায় শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব, কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির, মোঃ শফিকুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) সদর ফরিদপুর। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাগন ওজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইছা, সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ বিএনপি, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধার সদস্য বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার সমন্বয়কবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক,ব্যবসায়ী, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহিদদের যে অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।এর আগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়
করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn