সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে জুম্মার নামাজে যাওয়ার সময় এক মুসল্লিকে কুপিয়ে যখম

ফরিদপুরে জুম্মার নামাজে যাওয়ার সময় এক মুসল্লিকে কুপিয়ে যখম

 

ফরিদপুরে জুম্মার নামাজে যাওয়ার সময় এক মুসল্লিকে কুপিয়ে যখম করেছে স্থানীয় কিছু দুর্বৃত্তরা। জানা যায়
জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ সেকেন মাতুব্বর (৬৫) নামের এক বয়স্ককে কুপিয়েছে। শুক্রবার ১৫ নভেম্বর -২৪ তারিখ দুপুর অনুমান ১টার সময় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় ফরিদপুরের সদরের পশ্চিম কাফুরা গ্রামে এই নারকীয় কান্ড ঘটে। বর্তমানে আহত সেকেন মাতুব্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গেরদা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জব্বার শেখের সঙ্গে জমিজমার বিরোধ চলে আসছিল প্রতিবেশী লিটু সিকদার ও রাজু সিকদার গংদের। শুক্রবার দুপুরে মোঃ জব্বার, সেকেন মাতুব্বরসহ কয়েকজন ধর্মপ্রাণ স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন।
এসময় তাদের ওপর রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান মোঃ লিটু সিকদার, রাজু সিকদারসহ আরও কয়েকজন। আত্মরক্ষার্থে প্রতিবেশীদের বাড়িতে ঢুকে পড়েন তারা। এসময় এসকেন প্রামাণিকের ঘরে লুকিয়ে থাকেন সেকেন মাতুব্বর। পরবর্তীতে হামলাকারীরা সেখানে গিয়ে সেকেন মাতুব্বরকে কুপিয়ে আহত করে।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জব্বার শেখ বলেন, লিটু, রাজু সিকদার গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। তারা আওয়ামী লীগ করার কারণে দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালায় এবং বিভিন্ন সময় আমাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এ নিয়ে থানায় একটি মামলাও রয়েছে। শুক্রবার নামাজে যাওয়ার সময় আমাদের ওপর অতর্কিত হামলা চালান। আমরা কয়েকজন জীবন রক্ষাতে দৌড়ে পালাতে পারলেও সেকেনকে কুপিয়ে আহত করা করেছে। অভিযুক্ত লিটু সিকদার ও রাজু সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন না রিসিভ না করায় কোন বক্তব্য জানা যায়নি। এব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন আমাদের থানায় এসে কেউ কোনো অভিযোগ করেনি। যদি আমাদের কাছে অভিযোগ করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn