
ফরিদপুরের ভাঙ্গায় কাজী ওয়ালীওল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’। ‘সুস্থ দেহ, সুন্দর মন’। ‘শুধুই জয় লাভে নয়, অংশ গ্রহণেই আনন্দ’! এ প্রতিপাদ্যকে ঘিরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন কাজী ওয়ালীউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।
গতকাল (২৯ জানুয়ারি) বুধবার দিনব্যাপী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শতশত কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মাঠ প্রাঙ্গণ। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থী ও বিজয়ীদের মাঝে বই ও শিক্ষাউপকরণ বিতরণ করেন ইউএনও।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা খুবই জরুরী। যা তাদের শারীরিক ও মানুষিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। তাই, শুধুমাত্র সার্টিফিকেট কেন্দ্রীক পড়াশোনার নয়, বর্তমান বিশ্বে এর মূল্য কিন্তু কমে যাচ্ছে। পড়াশোনা ও একাডেমিক ক্যারিয়ার ভালো করার পাশাপাশি বিভিন্ন বই পড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগ হতে হবে। সে জন্য শিক্ষকদের আরও বেশি সচেতন ও আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
ইউএনও আরও বলেন, এছাড়াও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র বছর কেন্দ্রীক জানুয়ারি কিম্বা ফেব্রুয়ারী মাসে নয়। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সারাবছরই লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। এজন্য শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজীব মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, স্কুলটির সাবেক মেধাবী শিক্ষার্থী ও ফরিদপুর মেডিকেলের ডাক্তার ফিরোজ রশীদ লিমন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিফাত বিন আতিক। কাউলীবেড়া বাজার বনিক সমিতির সভাপতি কাজী বরকত উল্লাহ বাবলা, কাজী ইমদাদ উল্লাহ, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোশাররফ বেপারী, মোঃ হায়দার, জাতীয় দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দৈনিক সমকালের ভাঙ্গা প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংবাদকর্মী ওয়াহিদুজ জামান প্রমুখ।