শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফটিকছড়ি সাহিত্য পরিষদের সাধারণ সভা ও সৌজন্য সাক্ষাৎ

ফটিকছড়ি উপজেলায় সংগঠিত  সাহিত্য প্রেমীদের সংগঠন ফটিকছড়ি সাহিত্য পরিষদের (ফসাপ) মাসিক সাধারণ সভা ও সংগঠনের পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী ব্যবসায়ী মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধায় ফটিকছড়ির কুটুমবাড়ি রেস্টুরেন্টে এই সাধারণ সভা ও সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।

পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে সাধারণ সভায় সাহিত্য পরিষদের কর্মকান্ড ও অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।

পরে সংগঠনের পৃষ্ঠপোষক ও ফটিকছড়ি সমিতি ইউকের প্রেসিডেন্ট ব্যবসায়ী মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

এসময় পরিষদের সহ-সভাপতি আখতারুজ্জামানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী পরিষদের সদস্য অধ্যাপক এন. এম রহমত উল্লাহ, সংগঠনের উপদেষ্টা,সাংবাদিক ও প্রভাষক সৈয়দ মো: মাসুদ, সংগঠনের স্থায়ী পরিষদের সদস্য লেখক ও গবেষক দৌলত আলী খান, সাহিত্যিক ও সাংবাদিক এমরান ফরহাদ,সাবেক দায়িত্বশীল রায়হান খান ঝুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাত মঞ্জুর, অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক বেলাল আহমদ রেজা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাস্টার মো: মামুন উদ্দিন,মাস্টার কাউসার নয়ন ও ব্যবসায়ি সোহেল।

সভায় উপস্থিত সকলে সাহিত্য পরিষদের পক্ষ থেকে লন্ডন প্রবাসী মাসুদুর রহমানকে পৃষ্ঠপোষক মনোনীত হওয়ায় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn