
ফটিকছড়ি উপজেলায় সংগঠিত সাহিত্য প্রেমীদের সংগঠন ফটিকছড়ি সাহিত্য পরিষদের (ফসাপ) মাসিক সাধারণ সভা ও সংগঠনের পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী ব্যবসায়ী মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধায় ফটিকছড়ির কুটুমবাড়ি রেস্টুরেন্টে এই সাধারণ সভা ও সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।
পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে সাধারণ সভায় সাহিত্য পরিষদের কর্মকান্ড ও অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।
পরে সংগঠনের পৃষ্ঠপোষক ও ফটিকছড়ি সমিতি ইউকের প্রেসিডেন্ট ব্যবসায়ী মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
এসময় পরিষদের সহ-সভাপতি আখতারুজ্জামানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী পরিষদের সদস্য অধ্যাপক এন. এম রহমত উল্লাহ, সংগঠনের উপদেষ্টা,সাংবাদিক ও প্রভাষক সৈয়দ মো: মাসুদ, সংগঠনের স্থায়ী পরিষদের সদস্য লেখক ও গবেষক দৌলত আলী খান, সাহিত্যিক ও সাংবাদিক এমরান ফরহাদ,সাবেক দায়িত্বশীল রায়হান খান ঝুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাত মঞ্জুর, অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক বেলাল আহমদ রেজা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাস্টার মো: মামুন উদ্দিন,মাস্টার কাউসার নয়ন ও ব্যবসায়ি সোহেল।
সভায় উপস্থিত সকলে সাহিত্য পরিষদের পক্ষ থেকে লন্ডন প্রবাসী মাসুদুর রহমানকে পৃষ্ঠপোষক মনোনীত হওয়ায় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।