এনামুল হক,ফটিকছড়ি
ফটিকছড়ি মেধাবৃত্তি পরিক্ষা’২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) উপজেলা সদরের ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টায় পরীক্ষা শেষ হয়।
এবার উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণীর প্রায় ৭০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর প্রেসিডেন্ট জামাল উদ্দীন সিকদার, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সালামত উল্লাহ চৌধুরী শাহীন, সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিআইপি আব্দুল মান্নান, কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, কাউন্সিলর এহসানুল করিম, মোস্তাফা কামাল, করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দীন, নারায়নহাট কলেজের প্রভাষক আনোয়ারুল করিম, আজগর আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।