মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মো. আবু তৈয়ব’র সাথে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখার সৌজন্যে সাক্ষাৎ

 

ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মো. আবু তৈয়ব’র সাথে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখার সৌজন্যে সাক্ষাৎ সংগঠনের সভাপতি শিমুল ধরের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রনজিৎ চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সহ-সভাপতি ডা. প্রতাপ রায়, সাধারণ সম্পাদক কাজল শীল, গুরুপদ শীল, রবি সংকর দাশ, সাংগঠনিক সম্পাদক রূপন ভৌমিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ধর, বাচ্চু ঘোষ, সোনারাম আচার্য্য, রুবেল শীল, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক পলাশ নাথ প্রমূখ। এসময় উপজেলা চেয়ারম্যান মহোদয় নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অসম্প্রদায়িক সার্বভৌমত্বের বাংলাদেশ এই সরকার জনবান্ধব সরকার। সব ধর্মের মানুষ এই সরকারের আমলে যার যার ধর্ম সংস্কার অনুসারে সঠিকভাবে পালন করতে পেরেছে। তাই অতীতেও ফটিকছড়ির জন্মাষ্টমীর সাথে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn