শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন কল্পে গণশুনানী

ফটিকছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন কল্পে ২নং দাতঁমারা ইউনিয়ন পরিষদে একগণ শুনানী অনুষ্ঠিত হয়।

রোববার বিকেলে উপজেলা ২নং দাতঁমারা ইউনিয়নে শিক্ষা কমপ্লেক্সের মাঠে এ গণশুনানী দাতঁমারার ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি।বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন নূরী,মোঃ মুজিবুল হক মজুমদার, ওবায়দুল হক, মোঃ নুরুল হক,মোঃ নুরুল আলম, মোঃ নুরুল আমিন,মোঃ নুরুল আবছার,মোঃ বেলাল উদ্দিন নূরী,মোঃ ওছমান মজুমদার, মোঃ ইসমাইল মজুমদার।

মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন মোঃ আবু মুছা জীবন,মোঃ জাহেদ,মোঃ মাহববুল আলম, মোঃ ইউছুপ আলী,মোঃ হারুনুর রশীদ, প্রভাষক মোঃ মেহেদী হাসান, মোঃ শিহাব উদ্দিন, মোঃ বেলাল হোসাইন,ভুজপুর যুবদলের নেতা মোঃ নুরুল আমিন,শাহাজাদী নিলা, মাস্টার রহিমাসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ।

বক্তারা বলেন, বৃহত্তর ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন, ভুজপুর ইউনিয়ন পরিষদ, নারায়নহাট ইউনিয়ন পরিষদ, দাতঁমারা ইউনিয়ন পরিষদ, বাগানবাজার ইউনিয়ন অবহেলীত বিশাল একটি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে ইউনিয়ন গুলোর মধ্যবত্তী যে কোনো স্হানে উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন করা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn