সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন

সাধারণ সদস্য পদে ৪ ও বিনা প্রতিদ্বন্ধীতায় ৫ জন নির্বাচিত

ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের অভিভাবক পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

এতে ৭ জন প্রার্থীদের মধ্যে সাধারণ সদস্য হিসেবে মুহাম্মদ শফিউল আজম, নাজিম উদ্দীন, মোঃ লোকমান, মোহাম্মদ সোলাইমান জয় লাভ করেন।

এদিকে দাতা সদস্য পদে এস এম মাহবুবুল আলম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিলকিছ আক্তার বেনু, সাধারণ শিক্ষক সদস্য পদে মোঃ ইয়াছিন ও মোহাম্মদ আলমগীর এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নাজমুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আকরাম হোসেন। এসময় ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn