
ফটিকছড়ির নাজিরহাটে যথাযোগ্য মর্যাদায় নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।
১৫ আগস্ট অত্র বিদ্যালযের হল রুমে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাষ্টার সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে কুরাআন তেলোওয়াত করেন, অত্র বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল রাউফ আবিদ। অনুষ্ঠানে দেশত্ববোধক গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তাউফিকা জান্নাত আরভী ও জিন্নাত আরা সুমাইয়া।অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্র আমানত হাসান আদিল।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ এম হানিফ এর সভাপতিত্বে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান রহমত উল্লাহ মিন্টু, বিশেষ অতিথি ছিলেন পল্লী ডাক্তার সেলিম উদ্দিন।
আলোচনা সভা শেষে কেরাত, চিত্রাংকন ও হস্তলেখা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় বিদ্যালয়ের শিক্ষিকা সাইমা আক্তার, নিপা আক্তার, ইশা, সুকন্যা দেবী, শাহরিয়া সুলতানা ইশা সহ অভিভাবক এবং বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম হানিফ’র দোয়া ও মোনাজাত এবং তাবরুক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।