
চট্টগ্রাম ফটিকছড়িতে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোঃ এনাম (কালু) (৩২) নামের ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরোও একজন আহত হয়।
নিহত যুবক-ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের করম আলী সওদাগর বাড়ীর ফুরক আহম্মেদের ছেলে।নিহত এনাম রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন।আহতের পরিচয় পাওয়া যায় নি।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার খাজা গাউসিয়া মার্কেট ( আন্ডা মার্কেট)-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মো. এনাম সহ ২ জন মোটরসাইকেল যোগে বারৈয়ারহাট থেকে বিবিরহাট এর দিকে যাচ্ছিলেন। ফটিকছড়ি খাজা গাউসিয়া মার্কেট ( আন্ডা মার্কেট)-এর কাছাকাছি গেলে বিপরীত দিক থেকে আসা সিএনজি’র সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মোহাম্মদ এনাম মারা যায়। মোটরসাইকেলে থাকা অন্যজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য চকেম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসআই/