বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে ভাতাভোগী আনসার কমান্ডার,দলনেতা, দলনেত্রীদের মাঝে ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে ভাতাভোগী আনসার কমান্ডার,দলনেতা, দলনেত্রীদের মাঝে ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ

 

৩ জুন  বুধবার সকাল ১১টায়,ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল আজিজ এর সার্বিক তত্ত্বাবধানে ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন,পৌরসভায় কর্মরত ভাতাভোগী,উপজেলা মহিলা আনসার কমান্ডার,ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার,সহকারী আনসার প্লাটুন কমান্ডার,ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,পৌরসভাধীন ওয়ার্ড দলনেতা দলনেত্রীদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল, ১ কেজি পোলাও চাল,সেমাই ৪ প্যাকেট,গুড়া দুধ ২০০ গ্রাম, ৫০০ গ্রাম সুজি,নুডলস ১ প্যাকেট, চিনি ১কেজি ও ১ লিটার সয়াবিন তেল,এই সময় এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান সহ অত্র ফটিকছড়ি উপজেলায় কর্মরত ভাতা ভুক্ত আনসার ভিডিপি সদস্য সদস্যা বৃন্দ প্রমুখ, পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে দেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আনন্দ ভাগাভাগি করে নিতে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।সারাদেশের মাঠপর্যায়ের ২৮,৯৭৮ জন ভাতাভোগী ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার এবং হিল ভিডিপি সদস্যদের হাতে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।মহাপরিচালক মহোদয়ের এই মানবিক উদ্যোগ দেশের অধিকাংশ স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। সর্বমহলে এ উদ্যোগের প্রশংসা ছড়িয়ে পড়েছে। উপহার সামগ্রী হাতে পেয়ে সদস্যরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মহাপরিচালক মহোদয়ের প্রতি গভীর সম্মান ও শুভকামনা জানিয়েছেন।উল্লেখ্য, গত ঈদ-উল-ফিতর ২০২৫-এ মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো ২৮,৭৮৭ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই মহাপরিচালক মহোদয় বাহিনীর সকল স্তরের সদস্যদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন। যা বাহিনীর অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn