
ফটিকছড়িতে খালের পানিতে ভেসে উঠলো অজ্ঞাত নারীর লাশ
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট মন্দাগিনী খালের পানিতে ভেসে উঠলো এক অজ্ঞাত নারীর লাশ।
আজ দুপুরে নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড
সুয়াবিল অংশে হাচিঁ মিয়া চৌধুরী বাড়ি একতা ব্রিক ফিল্ডের পাশে লাশটি দেখেন স্থানীয় পথচারী।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণী বলেন,” আমার ওয়ার্ডে একতা ব্রিক ফিল্ডের পাশে খালের পানিতে অজ্ঞাত নারীর লাশ ভেসে উঠছে। এর আগেও এরকম লাশ ভেসেছিলো। এগুলো তদন্ত হওয়া দরকার।”
খবর পেয়ে লাশ উদ্ধার করতে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।
Post Views: ১৫৮