
ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে ১৬ বছর বয়সী এক সনাতন ধর্মাবলম্বী কিশোরীকে অপহরণের দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। সেই সাথে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
রবিবার (৬ আগষ্ট) র্যাব -৭ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দাঁতমারা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।
গ্রেতকৃত আসামীরা হলেন, মোহাম্মদ টিটু (৩০), আমজাদ হোসেন রুমেন (২৩), রুবি বেগম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) নূরুল আবছার বলেন, অপহরণকারী টিটুর সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিশোরী ১৬ বছর বয়সের সনাতন ধর্মাবলম্বী। অপহৃত ভিকটিমের সাথে আসামী বখাটে মোহাম্মদ টিটু (৩০) এর মোবাইল ফোনে পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবার আসামী মোহাম্মদ টিটু’র পরিবারকে অবগত করেন। এতে টিটু ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণের হুমকি দেয়।
পরবর্তীতে গত ৩১ জুলাই দুপুরে ভিকটিমকে আসামী মোহাম্মদ টিটু এবং তার ১ জন সহযোগী ভিকটিমকে অপহরণ করে একটি মাইক্রোবাস যোগে অজ্ঞাত স্থানে তোলে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে গত( ৩ আগস্ট) ভূজপুর থানায় মোহাম্মদ টিটু’কে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি অপরহণ মামলা দায়ের করেন।সেই সাথে মেয়েকে উদ্ধার এবং অপহরণকারীদের আটকের জন্য ভিকটিমের মা চন্দনা রানী দে র্যাব-৭ বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
তিনি আরও জানান, অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৭ ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে অপহরণকারীদের ভূজপুর থানাধীন দাঁতমারা এলাকা থেকে (৬ আগস্ট) আসামীদের গ্রেফতার করে। সেই সাথে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।