শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে অবৈধ ৪টি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে সীলগালা! একজনকে কারাদন্ড

ফটিকছড়িতে অবৈধ ৪টি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে সীলগালা! একজনকে কারাদন্ড

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে পরিচালিত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধ ফার্মেসীর বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।

১৩জুলাই (বৃহস্পতিবার) অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম এবং সঙ্গে ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরেফীন আজিম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দীন ফারুকী সহ স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধি।

অভিযানে ভূজপুর জেনারেল হাসপাতাল লাইসেন্স বিহীন পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে সিলগালা করা হয় এবং সংযুক্ত ফার্মাসিতেও অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

পরে, হেয়াকো মেডিকেল সেন্টারের মালিক মোহাম্মদ ইউনুচ মিয়াকে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ০৭ দিন বিনাশ্রমে কারাদণ্ড করা হয় এবং ওই প্রতিষ্টান সীলগালা করা হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমতিবিহীন সেবা মেডিকেল হল, হেয়াকো বাজার সিলগালার মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে তৎসংলগ্ন ফার্মেসীর মালিক সহ সেন্টারের মালিক পালিয়ে যায়।

হেয়াকো বাজারের ইসলামী ব্যাংকের পার্শে মার্কেটের দোতলায় অবস্থিত ডায়গনোস্টিক সেন্টারটি বন্ধ পাওয়া যায়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn