বৃহস্পতিবার - ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রেম- সবাইকে স্বাধীনতা হতে পরাধীনতার দিকে টেনে নেয়

প্রেম বড় নাকি ধর্ম বড় ?
প্রেম বড় নাকি মা-বাবা বড় ?
প্রেম বড় নাকি ভাই বোন বড় ?
প্রেম বড় নাকি আত্মীয় স্বজন বড় ?
প্রেম বড় নাকি জাতি বড় ?
প্রেম বড় নাকি সমাজ বড় ?
প্রেম বড় নাকি সংস্কৃতি বড় ?

প্রেমের জন্য নিজের ধর্ম, মা-বাবা, ভাই-বোন, আত্মীয় স্বজন, জাতি, সমাজ এবং সংস্কৃতিকে পরিত্যাগ করা উচিত নহে।

প্রেম করা ভালো। তবে, প্রেমের টানে নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা এবং উপলব্ধির ক্ষমতাকে পঙ্গু করা উচিত নয়।

মনে রাখবেন, যে প্রেম নিজের জীবনকে আলোকিত থেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, স্বাধীনতা হতে পরাধীনতার দিকে টেনে নেয়, সুখের পরিবর্তে দুঃখ উৎপন্ন করে, শান্তির পরিবর্তে অশান্তি আনয়ন করে, গৌরব – মর্যাদা এবং সম্মানের পরিবর্তে অগৌরব, অবহেলিত, নির্যাতন, অত্যাচার এবং অপমান সৃষ্টি করে, সে প্রেম কখনোই আপনাকে সুখী করতে পারবেনা।

প্রেমিক-প্রেমিকাদের শুভবুদ্ধি উদয় হউক।
এই বার্তা সমাজে সমাজে চড়িয়ে পড়ুক।

জগতের সকল প্রাণী সূখী হউক এবং শান্তিতে বসবাস
করুক।

সংগৃহিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn